Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped


ডুপিস্নকেট ইস্যু

ডুপিস্নকেট ইস্যু         

সঞ্চয়পত্র হারিয়ে গেলে, পুড়ে গেলে অথবা আংশিক বিনষ্ট হয়ে গেলে ডুপ্লিকেট সঞ্চয়পত্র ইস্যু করা হয়।

সঞ্চয়পত্র হারিয়ে গেলে বা পুড়ে গেলে অত্র অফিসকে তৎক্ষণাৎ অবহিত করতে হবে।

স্থানীয় থানায় জিডি করতে হবে।

কমপক্ষে ০২টি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে হবে।

চালানের মাধ্যমে ডুপিস্নকেট ইস্যুর ফি- সরকারী কোষাগারে জমা দিতে হবে।

জিডির কপি,পত্রিকায় বিজ্ঞাপ্তির কাটিং ও ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রদত্ত হলফনামা সহ অত্র অফিসে এসে আবেদন করতে হবে।

আবেদন প্রাপ্তির এক মাস পর ডুপ্লিকেট সঞ্চয় পত্র ইস্যু করা হয়।